শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অযোগ্য লোককে মনোনয়নে বিএনপির প্রার্থী বাতিল হয়েছে : খালিদ মাহমুদ

জুয়েল খান : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মতো অযোগ্য এবং ঋণখেলাপি-বিলখেলাপি ব্যক্তিকে মনোনয়ন দেয়ার কারণে এতো প্রার্থী বাতিল হয়েছে। বিএনপির উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্নবৃদ্ধ করা। শুক্রবার রাতে একাত্তর টেলিভিশন এর এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি না আসার কারণে নির্বাচন অন্যভাবে করতে হয়েছে। বিএনপির মহাসচিব বলেছিলেন, এমন একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে যেখানে তার দলের প্রধান খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছে না। আবার তিনি খালেদা জিয়াকে মনোনয়ন দিয়েছেন। এমন অযোগ্য লোককে মনোনয়ন দিলে অবশ্যই প্রার্থীতা বাতিল হবে।
তিনি আরো বলেন, বিএনপি ৩শ আসনে প্রায় ৮শর মতো লোককে মনোনয়ন দিয়ে প্রমাণ করতে চেয়েছিলো নির্বাচন কমিশন পক্ষপাত করে। তাই তারা ঋণখেলাপি- বিলখেলাপি ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে যার কারেণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

২০০১-০৬ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, হিন্দু সম্প্রদায়ের ওপরে আক্রমণ চালিয়েছে , সেই সময় থেকেই আ.লীগ শপথ নিয়েছিলো বাংলাদেশে সন্ত্রাসবিরোধী, দেশবিরোধীদেরকে মোকাবেলা করবে। আমরা এখনো সেই লক্ষ্যে আছি এবং দেশের মানুষকে সাথে নিয়েই এগোচ্ছি। আমরা এখনো ঐক্যবদ্ধভাবে আছি। হেফাজতে ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু বিএনপি তাদেরকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহারের চেষ্টা করেছিলো। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে। তাদের অতীতের পথচলাকে উপলব্ধি করেই তারা এখন আমাদের সাথে একমত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়