শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে নেশা করে বিপাকে ওজিল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা আর ধর্মপরায়ণতার জন্য বেশ নাম ডাক আছে আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিলের। কিন্তু তুর্কি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের গোপন ‘নেশা’র খবর ফাঁস করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি সান। আর এই খবর জানতে পেরে ক্ষেপেছে গানাররা। সেই সঙ্গে বিপাকে পড়তে যাচ্ছেন ওজিলরা।

ডেইলি সানে প্রকাশিত এক প্রতিবেদনের ভিডিওতে (সিসিটিভি ফুটেজ) দেখে গেছে, মেসুত ওজিল, পিয়েরে এমেরিক অবামেয়াং, আলেক্সান্ডার লাকাজেতে, মাত্তেও গুয়েনদোউজিরা বেলুন ব্যবহার করে মুখ দিয়ে ‘নাইট্রাস অক্সাইড’ নিচ্ছেন। যার আরেক নাম ‘লাফিং গ্যাস’।

তবে বেলুনে ‘লাফিং গ্যাস’ সবাই গ্রহণ করেননি। মিডফিল্ডার মিখতারিয়ানকে আগ বাড়িয়ে ওজিল গ্রহণ করতে বললেও সায় না দিয়ে ললিপপ চুষতে থাকেন তিনি। তাছাড়া জার্মান ডিফেন্ডার সকোদ্রান মুস্তাফিকেও এই নেশায় যুক্ত হতে দেখা যায়নি।

এই ঘটনাটা গত আগস্টের। মৌসুম শুরুর কয়েকদিন আগে লন্ডনে ব্যক্তিগতভাবে আয়োজিত এই পার্টিতে অংশ নেন ওজিলসহ অন্যরা। পার্টির এই কীর্তি আর্সেনালের খেলায়ও প্রভাব ফেলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরে মৌসুম শুরু করে আর্সেনাল। পরে চেলসির বিপক্ষেও হারার পর অবশ্য টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত গানাররা। এর আগে এধরনের

অভিযোগ উঠেছিল ইংলিশ ফুটবল তারকা রহিম স্টার্লিং, সাইদো বেরাহিনো ও জ্যাক গ্রিলিশের মতো ফুটবলারদের বিরুদ্ধে।
এ ধরণের কর্মকা- এতদিন গাপন রেখেছিলেন ওজিলরা। যদিও এমন কা- ক্লাব জানে না এমনটা ভাবাও বোকামি হবে। আর্সেনাল অবশ্য সরাসরি এখনো কিছু বলেনি।

তবে এটা নিয়ে খেলোয়াড়দের সতর্ক করা হবে জানিয়েছেন ক্লাবের প্রতিনিধি। আপাতত হাডার্সফিল্ডের বিপক্ষে অনুষ্ঠেয় পরবর্তী ম্যাচ জিতে টানা জয়ের ধারা বজায় রাখার দিকেই মনোযোগ দিতে চান কোচ উনাই এমেরি। এরপর খেলোয়াড়দের নিয়ে বসবেন এই স্প্যানিশ কোচ।

এ ঘটনায় ওজিলরা খুব সহজে পার পাবেন বলেও মনে হয়না। কারণ, কোচ হিসেবে অনেক কঠোর এমেরি। পিএসজির কোচ থাকাকালীন খেলোয়াড়দের ফলের জুস খেতে নিষেধ করেছিলেন তিনি। আর এবার তো সরাসরি ‘নেশা’। এবার কি হবে কে জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়