শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেরকেলের নতুন উত্তরসূরী ক্যারেনবাওয়ার

এ. আর. ফারুকী : অ্যানেগ্রেট ক্যাম্প ক্যারেনবাওয়ার জার্মানির বর্তমান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (সিডিইউ) সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতা নির্বাচনের এই লড়াইয়ে ক্যারেনবাওয়ারের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রেডেরিখ মার্জ এবং জেনস স্প্যান। এএফপি

সমগ্র দেশ থেকে আগত সিডিইউ’র ডেলিগেটদের ভোটে দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ৫২ শতাংশ ভোট পেয়ে ক্যারেনবাওয়ার নতুন নেতা নির্বাচিত হন। এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর দলটির নেতৃত্ব দিয়ে আসা মেরকেল যুগের অবসান ঘটলো।

নির্বাচনের আগে ক্যারেনবাওয়ার ডেলিগেটদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, ‘চলমান স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আমাদের থাকতে হবে’। এসময় তিনি ভয়ের রাজনীতি পরিহার করার আহ্বান জানান।

ক্যারেনবাওয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রেডেরিখ মার্জ ২০০৯ সালে চ্যান্সেলর হওয়ার লড়াইয়ে মেরকেলের কাছে হেরে গিয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। তবে নতুন করে পার্টির নেতা নির্বাচনের লড়াই শুরু হলে তিনি রাজনীতিতে সক্রিয় হন। আরেক প্রতিদ্বন্দ্বী মেরকেলের নীতির কঠোর সমালোচনাকারী জেনস স্প্যান প্রথম ধাপের নির্বাচনেই হেরে যান। দ্বিতীয় ধাপের নির্বাচনে লড়াই হয় ক্যারেনাওয়ার এবং ফ্রেডেরিখ মার্জের মধ্যে। ক্যারেনবাওয়ার মেরকেলের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান চ্যান্সেলর মেরকেল পার্টির নেতৃত্ব ছাড়াবেন। চ্যান্সেলর হিসেবে মেরকেলের চতুর্থ মেয়াদ শেষ হবে ২০২১ সালে। ধারণা করা হচ্ছে, ক্যারেনবাওয়ারই পরবর্তী চ্যান্সেলর নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়