শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাত্তরের পরাজিত শক্তি ক্ষমতায় এলে চরম প্রতিশোধ নেবে : সুভাষ সিংহ রায়

আমিরুল ইসলাম : রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায়ে মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তির যে পরাজয় হয়েছে, তারা তার চরম প্রতিশোধ নেবেÑ এই শঙ্কাটিই দেখা যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীর সন্তানদের এবং তাদের পরবর্তী প্রজন্মকে বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করতে বর্তমান সরকারকে অনেক ঝুঁকি নিতে হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে যা খুশি তা করতে পারে। এই শঙ্কাটির কথাই বিভিন্ন সময় ক্ষমতাসীন রাজনীতিবিদরা বলছেন।

তিনি আরও বলেন, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পর এ দেশে যে ভয়ানক তা-ব চালিয়েছিলো তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার, আবারও যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা তার পুনরাবৃত্তি ঘটাবে। একটা গ্রামে যদি ভয়ঙ্কর কোনো ডাকাত থাকে, সেই ডাকাত যদি দেশ থেকে পালিয়ে যায়, মানুষ যদি শুনে ডাকাত আবারও ফিরে আসছে, তাহলে গ্রামবাসীর মধ্যে যেরকম ভীতি কাজ করে, আওয়ামী লীগের নেতাদের মধ্যেও তেমন ভীতি কাজ করছে বলে মনে হয় আমার।

সুভাষ সিংহ রায় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার কারণে নতুন প্রজন্ম সঠিক ইতিহাসটি জানতে শিখেছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক কিছ্ইু পছন্দ করে না, এটা সত্য হলেও মুুক্তিযুদ্ধের চেতনায় ধাবিত হয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ভোট দেবে। তরুণেরা স্লোগান দিচ্ছে, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকেই আমি আমার প্রথম ভোটটি দেবো’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়