শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টার মিলানকে হারালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে ইতালিয়ান সিরি আতে ১-০ গোলের জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস। আর এই হারে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল ইন্টার মিলান।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ছন্দে ছুটে চলা জুভেন্টাস দারুণ এক জয় পেয়েছে। মারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি দশম মিনিটে পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরারবর পেয়ে হেড করেন পাওলো দিবালা। বল গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। ২৯তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় অতিথিরা। ইতালিয়ান মিডফিল্ডার রবের্তো গালিয়ার্দিনির শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফেরে। ৩৬তম মিনিটে জর্জো কিয়েল্লিনির হেড ঝাঁপিয়ে ঠেকান ইন্টারের স্লোভেনিয়ান গোলরক্ষক সামির হান্দানোবিচ।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু গোলের দেখা মিলছিল না। অবশেষে ৬৬তম মিনিটে বাঁ দিক থেকে জোয়াও কানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে জোরালো হেডে জুভেন্টাসকে এগিয়ে দেন মারিও মানজুকিচ। চলতি লিগে ক্রোয়াট ফরোয়ার্ডের এটি সপ্তম গোল। শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে ইন্টার। কিন্তু জুভেন্টাসের জমাট রক্ষণই ভাঙতে পারেনি ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা।

১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট হলো ৪৩। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। ১৫ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়