শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ শিল্পীদের জন্য নির্বাচন করবেন অমিত হাসান

মহিব আল হাসান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান এবারের আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন। কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

অমিত হাসান নির্বাচনের বিষয় নিয়ে বলেন, ‘এর আগে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে কাজ করেছি। সাধারণ শিল্পীরা আমার বিষয়ে জানেন আমি কতটা কাজ করেছি। আমি সমিতিকে কতটা ভালোবাসি, সেটা প্রত্যেক শিল্পীরা ভালো জানেন। সাধারণ শিল্পীদের পাশে থেকে কাজ করার জন্য সমিতির পদের দরকার আছে। তাই আমি সাধারণ শিল্পীদের ভালোবেসে তাদের জন্য নির্বাচন করব। আমি গত নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম। তখনই আমার সভাপতি হিসেবে নির্বাচন করার কথা ছিল। কিন্তু বন্ধু ওমর সানীর অনুরোধে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম।’

আগামী শিল্পী সমিতির নির্বাচনে কোন পদে অংশগ্রহণ করবেন? এমন প্রশ্নের উত্তরে অমিত হাসান জানান, আমি নির্বাচন করছি এটা ঠিক। তবে কোন পদে লড়বো তা এখনও ঠিক করিনি। নির্বাচনের জন্য আরও কিছুদিন সময় আছে সেসময়ের মধ্যে আমি শাকিব খান, ওমর সানীসহ আমার কাছের মানুষদের নিয়ে সিদ্ধান্ত নেব। সভাপতি, না সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করব তা কাছের মানুষগুলো ঠিক করে দিবেন।

উল্লেখ্য গত ২০১৭ সালের ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল বিজয়ী হয়। আগামী বছর মে মাসে সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।

অমিত হাসান বর্তমানে শাহিন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ও শামীম আহম্মেদ রনির ‘শাহেন শাহ’ কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়