শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সেলাই দিদিমনি’ টেলিছবি গল্পটি নিয়ে আমি দারুণ আশাবাদী

আবু সুফিয়ান রতন : পোশাক কারখানায় কাজ নিয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। গেল কদিন তিনি নিয়মিত একটি পোশাক কারখানায় কাজ করছেন। তবে কী অভিনয় ছেড়ে এই পেশায় নিয়োজিত হয়েছেন তিনি? জানতে চাওয়া হলো জনপ্রিয় এই অভিনেত্রীর কাছে। সারিকা বলেন, গার্মেন্টসকর্মী হয়ে পর্দায় আসছি। তাই নিয়মিত কয়েকদিন গার্মেন্টে কাজ করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে পোশাক কারখানায় কাজ করেছি। চরিত্রটি অনেক সিরিয়াস। পোশাক কারখানার শ্রমিকদের নানা বিষয় দেখা যাবে।

বর্তমান সময়ে গার্মেন্টসে যে অস্থিরতা চলছে বা একজন নারীকে গার্মেন্টসে কাজ করতে গেলে যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় টেলিছবির গল্পে মূলত সে বিষয়টাই তুলে ধরা হয়েছে। গল্পে দারুণ একটা মেসেজ আছে। গল্পটি নিয়ে আমি দারুণ আশাবাদী। গার্মেন্টকর্মী সারিকাকে দেখা যাবে মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘সেলাই দিদিমনি’ টেলিছবিতে।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। আগামী ১৬ই ডিসেম্বর ‘সেলাই দিদিমনি’ টেলিছবিটি ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে। টেলিভিশন শিল্পী সংঘের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল ৩রা নভেম্বর অভিনয়ে ফেরেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

‘ব্রেকিং নিউজ’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। আগামী ভালোবাসা দিবসের জন্য তৈরি হয়েছে নাটকটি। এই নাটকে সারিকার বিপরীতে আছেন আব্দুন নূর সজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়