শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুপিসারে বাংলাদেশে মুক্তি কলকাতার ছবি

আবু সুফিয়ান রতন : নতুন নীতিমালা করে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ বন্ধ হওয়ার পর একের পর এক বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি। এগুলো সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে।

৩০ নভেম্বর ‘ভিলেন’ মুক্তির পর আজ (৭ ডিসেম্বর) মুক্তি পেয়েছে কলকাতার আরেক ছবি ‘গার্লফ্রেন্ড’। তবে বিস্ময়ের ব্যাপার হলো, সাফটা চুক্তির আওতায় কলকাতার ‘গার্লফ্রেন্ড’ ছবিটি বাংলাদেশে মুক্তির খবর গণমাধ্যমে এলেও একেবারেই গোপনে মুক্তি পেল কলকাতার আরেক ছবি ‘আমি শুধু তোর হলাম’। ছবিটি একেবারে টাটকা। অর্থাৎ একই দিনে কলকাতা ও বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছে।

বাংলাদেশে ‘আমি শুধু তোর হলাম’ মুক্তি দিয়েছে কামাল ফিল্ম সেন্টার। প্রতিষ্ঠানটির কর্ণধার ইব্রাহিম কামাল শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।

‘আমি শুধু তোর হলাম’ বাংলাদেশে মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কলকাতা ও বাংলাদেশে একযোগে মুক্তি পেয়েছে ‘আমি শুধু তোর হলাম’। তিনি বলেন, গত ৫ ডিসেম্বর বাংলাদেশের সেন্সর থেকে ছবিটি ছাড়পত্র পেয়েছে। এই ছবির বিনিময়ে কলকাতায় যাচ্ছে ‘আপন মানুষ’ ছবি।

কামাল ফিল্ম সেন্টার এবারই প্রথম বাংলাদেশে ছবি আমদানি করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধারের ভাষ্য, কলকাতায় মুক্তির পর বাংলাদেশে মুক্তি পেলে ছবি মানুষ দেখতে চায় না। ইউটিউব কিংবা বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেজন্য কলকাতার সঙ্গে একযোগে মুক্তি দিয়েছি।

তিনি বলেন, ঢাকার রাজমনি হলের রাজিয়াতে চলছে ‘আমি শুধু তোর হলাম’। এছাড়া আরও তিন-চারটে হলে দেওয়া হয়েছে। নামগুলো জানা নেই।

এতো গোপনীয়তা রক্ষা করে কেন ছবি মুক্তি দিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে আমদানি করে ছবি মুক্তি দিলে বিভিন্ন দিক থেকে বাঁধা আসে। সেজন্য তড়িঘড়ি করে মুক্তি দিয়েছি।

সুব্রত হালদার পরিচালিত ‘আমি শুধু তোর হলাম’ ছবিতে অভিনয় করেছেন সোহম, ভিক্টর ব্যানার্জী, রনবীর, বিশ্বনাথ বসু। ছবিটি প্রযোজনা করেছেন কলকাতার প্রিন্সেস আর্ট প্রোডাকশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়