Skip to main content

এক দিনে তিন লাখে ‘আবেগ কুমার’

আবু সুফিয়ান রতন : পড়াশোনা করতে গ্রাম থেকে মাকে নিয়ে শহরে এসেছেন সুমন। কিন্তু শহরের মানুষদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন না তিনি। সেসময় সুমনের পক্ষ নিয়ে পাশে দাঁড়ান রাবা। ঢাকায় বেড়ে উঠা রাবা সুমনের আস্থার জায়গা হয়ে দাঁড়ায়। তবে রাবাকে ক্রমশ প্রেমিকা ভেবে নিতে থাকেন সুমন। আর বিপত্তিটা বাঁধে তখনই! এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আবেগ কুমার’। শাহজাহান সৌরবের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। সুমন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও রাবা চরিত্রে অভিনেত্রী সাফা কবির। আরও আছেন ফারহাদ বাবু ও জোসনা আরা। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।