শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৭ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনায়েদের শতকে উত্তরাঞ্চলের লিড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তৃতীয় রাউন্ডে দক্ষিণাঞ্চলের চেয়ে ১৯৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে জহুরুলের দল। পরবর্তীতে ওপেনার জুনায়েদ সিদ্দিকির অনবদ্য একটি শতকে লিডের দেখা পায় উত্তরাঞ্চল। ৩০৭ বল খেলে ১১২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন জুনায়েদ।

জিয়াউর রহমান এবং নাইম ইসলামও খেলেছেন দারুণ। এই দুই ব্যাটসম্যান যথাক্রমে ৯০ এবং ৮৩ রান করেছেন। এছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষও। আজ দুই অপরাজিত ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করবেন সানজামুল ইসলাম (১৬) ও সোহাগ গাজি (৫)। দক্ষিণাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। এছাড়াও ১টি করে উইকেট নেন রাব্বি, দেলোয়ার, মেহেদি এবং নাহিদুল।

এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল। এরপর ব্যাটিং করতে নেমে তুষার ইমরান, রকিবুল হাসান এবং মেহেদি হাসানের অর্ধশতকে ৩২৯ রান সংগ্রহ করেছিল দক্ষিণাঞ্চল। এই রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিন ২ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়