Skip to main content

শামসির মুখোশ পরা উদযাপন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসির মুখোশ পরা উদযাপনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) আসরে প্রথমবারের মতো মুখোশ পড়ে উইকেট পাওয়ার আনন্দ উদযাপন করেছিলেন এই প্রোটিয়া। এবার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক টি টুয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লীগেও (এমএসএল) এই ধরণের উদযাপন করতে দেখা গিয়েছে তাকে। তবে ক্রিকেটের ভাবমূর্তির কথা চিন্তা করে এই উদযাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এদিকে মুখোশ পড়া এই উদযাপন নিয়ে মুখ খুলেছেন শামসি নিজেই। জানিয়েছেন মূলত চাপ কাটাতেই এই ধরণের উদযাপন করতেন তিনি। এক সাক্ষাৎকারে এই প্রোটিয়া স্পিনার বলেন, ‘আপনার ওপরে একটি ম্যাচে অনেক চাপ থাকে একজন বোলার হিসেবে। আমি আমার উদযাপন নিয়ে মজা করতাম এবং তার মানে এটি নয় অবশ্যই যে আমি ব্যাটসম্যানদের প্রতি অসস্মান প্রদর্শন করছি।’ এমএসএলের শেষ ম্যাচে তুষওয়ানে স্পার্টানের বিপক্ষে খেলতে নেমে এবি ডিভিলিয়ার্সের উইকেটটি শিকার করেছিলেন পার্ল রকসের হয়ে খেলা তাবরাইজ শামসি। ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানের উইকেট নিতে পেরে স্বাভাবিকভাবেই বেশ যথেষ্ট সন্তুষ্ট তিনি। যদিও ম্যাচটিতে ৪ উইকেটের পরাজয়ে কিছুটা আক্ষেপও থাকছে তার। বলেছেন, ‘এবি একজন কিংবদন্তী। তার মতো ক্রিকেটার যুগে একবারই আসে, সুতরাং তার উইকেট পাওয়া আসলেই স্মরণীয়। তবে আমি কিছুটা আশাহত যে আমরা জিততে পারিনি। আমি সর্বদা দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করি। তবে এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে এবং আমাদের আরও তিনটি ম্যাচ হাতে আছে।’