শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে সিরিজ জয় করেছিল নিউজিল্যান্ড। আরবের মরুতে তিন ম্যাচের প্রথমটা জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় টেস্টেই আবার পিছিয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত ৫০ অপেক্ষা দূর হয়েছে কিউইদের। আবুধাবিতে তৃতীয় টেস্টের শেষ দিনেই রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে ১২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

শেষ দিনে জিততে হলে পাকিস্তানের দরকার ছিল ২৮০ রান। কিন্তু কিউইদের বোলিং তোপে ১৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। শুক্রবার আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগেই ৫৫ রান তুলে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। শেষ দুই সেশনে বাকি ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন সাউদি-সমারভিলরা।

প্রথম ইনিংসে ৭৫ রানে ৪ উইকেট তুলে নেওয়া অভিষিক্ত কিউই স্পিনার উইল সমারভিল দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল। এবার ৫২ রান খরচে তার শিকার ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার টিম সাউদি ও স্পিনার আয়াজ প্যাটেল।

তবে ম্যাচের আসল নায়ক নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। নিজেদের দ্বিতীয় ইনিংসে তার ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস আর হেনরি নিকোলাসের (১২৬) সঙ্গে তার ২১২ রানের জুটির ছিল মূল ভূমিকা।

দিনের প্রথম ভাগে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই পাকিস্তানি ব্যাটসম্যান হারিস সোহেলের (৯) উইকেট তুলে নেন সমারভিল। এরপর আরেক ব্যাটসম্যান আসাদ শফিককেও তুলে নিয়ে লাঞ্চের আগেই পাকিস্তানকে চাপে ফেলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন সমারভিল।

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ক্রিজের অপর প্রান্তে উইকেট পতনের মিছিলের মাঝে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।

১৯৬৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে এটি বিদেশের মাটিতে কিউইদের প্রথম টেস্ট জয়। সেবার ১-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের প্রথমটিতে ৪ রানের জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়