শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপিল শুনানির আগেই সরে গেলেন ঐক্যফ্রন্টের প্রার্থী এবাদুর রহমান

সোহেল রানা : মৌলভীবাজার-১ আসনে আপিল শুনানির আগেই সরে গেলেন ঐক্যফ্রন্টের প্রার্থী এবাদুর রহমান। জরুরি ভিত্তিতে চো‌খের অপারেশন করা‌নো প্র‌য়োজন। এমন পরিস্থিতিতে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি আজ। প্রিয় বড়লেখা-জুড়ীবাসী আপনারা আমাকে ক্ষমা করবেন। কোন পরিস্থিতিতে আমাকে এ সিদ্ধান্ত নি‌তে হ‌য়ে‌ছে আশাকরি, তা আপনাদের জানবার বাইরে নয়। এই স্ট্যাটাসের সাথে যুক্ত করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো চিঠিতে এবাদুর রহমান লিখেন। আচমকা আমার শরীর খারাপ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিধায় আমাকে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য,গত ২ ডিসেম্বর রোববার মৌলভীবাজার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম যাচাই-বাছাই শেষে হলফনামায় আয়কর রির্টান কপির অনুলিপি জমা না দেওয়ায় কারণে বিএনপির প্রার্থী এবাদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র বাতিল করেন।

এরআগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চিঠিতে মৌলভীবাজার-১ আসনের জন্যে এবাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠুকে দলের মনোনয়নের প্রত্যয়নপত্র দিয়েছিলেন।

এবাদুর রহমান চৌধুরী জাতীয় পার্টি থেকে একবার এবং বিএনপি থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি চারদলীয় জোট সরকারের আমলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এবাদুর রহমান চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিনের পরাজিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়