Skip to main content

চলনবিলের নাব্যতা কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌচলাচল

জাকির আকন : চলনবিলে চলতি মৌসুমের আগেই নদীগুলোতে নাব্যতা কমে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে । সরজমিনে জানা যায়, চলনবিলে তাড়াশ, সিংড়া, গুরুদাসপুর উপজেলার গুমানি, আত্রাই, নন্দকুজা নদীতে অন্যান্য বছরের তুলনায় এবছর চলতি মৌসুমে আগেই নদীগুলোতে নাব্যতা কমে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এবং নদীগুলোতে চলাচলকারী নৌমাঝিরা বেকার হয়ে পড়েছে । তাড়াশ উপজেলার চলনবিলের কুন্দইলের আত্রাই , বড়াল নদী এবং গুরুদাসপুর উপজেলার বিলসা ও বিয়াঘাট গ্রামের নন্দকুজা নদীতে দেখা যায় নদীতে নব্যতা কমে গেছে এবং নৌকা গুলোতে বেকার বসে আছ। গুরুদাসপুর উপজেলার বিয়াঘাটের নন্দকুজার এলাকার মোল্লাহাটের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান এবছর বর্ষার পানি আগে নেওয়ায় নদীতে পানি আগেই কমে গেছে ফলে নব্যতা কমে গেছে। তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের সা্েক চেয়ারম্যান অধ্যাপক আজিজুর রহমান আরজু জানান নদীর ঘাটে তার গ্রামের অর্ধ শাতাধিক নৌকার মাঝি বেকার হয়েগেছে ।

অন্যান্য সংবাদ