শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশা জীবনেরই অংশ : আত্মহত্যা সমাধান নয়

হ্যাপি আক্তার : প্রতিবছর দেশে গড়ে ১০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করছে। এই সংখ্যা বাড়ছে দিন দিন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত চার বছরের মধ্যে ২০১৭ সালে আত্মহত্যার সংখ্যা ছিলো সবচেয়ে বেশি। বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেশি। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা মনে করেন, মানবিক সমাজ গঠনই পারে আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে। সূত্র : ডিবিসি নিউজ

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সারাদেশে ১১ হাজার ৯৫ জন আত্মহত্যা করেছেন। ২০১৬ সালে ১০ হাজার ৬০০ জন, ২০১৫ সালে ১০ হাজার ৫০০ এবং ২০১৪ সালে ১০ হাজার ২০০ জন আত্মহত্যা করেন।

‘আত্মহননের পথ বেছে নেয়া জীবনের কি কোনো সমাধান হতে পারে? এমন প্রশ্ন ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। সবারই উত্তর, আত্মহত্যা সমাধান নয়।’

তারা জানান, হতাশ মানুষ অনেক কারণেই হয় তাই বলে আত্মহত্যা করাটা কোনো সমাধান হতে পারে না। জীবন অনেক সুন্দর, হতাশা জীবনেরই অংশ। আমরা যদি আমাদের জীবন শুরু হওয়ার আগেই শেষ করে ফেলি তাহলে তো জীবনের মজাটাই পেলাম না। আমাদের কাছে জীবন হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেয়া, গান গাওয়া এই সুন্দর মুহুর্তগুলো উপভোগ করা।

কন্ঠশিল্পী ফকির আলমগীর বলেন, এই জীবন অসাধারণ সুন্দর। শিল্পীরাও তাদের গানে গানে বলে গিয়েছেন আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না।

বিগত ৪ বছরের হিসেবে ২০১৭ সালে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ গড়ে প্রতিদিন ৩০ জন স্বেচ্ছায় মৃত্যু বেছে নিয়েছেন। এ বছর শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৩ জনের আত্মহত্যার খবর গণমাধ্যেমে এসেছে। এর মাঝে ৯ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গেল সোমবার ভিকারুন নিসা নুন কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারী আত্মহত্যা করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আলোচিত হয় গণমাধ্যেমে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনো-রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাজুল ইসলাম বলেছেন, আমরা যদি সবার সাথে মানবিক আচরণ জরুরী এবং সহানুভুতি দেখাই সমাজ অনেক বেশি আনন্দদায়ক ও সহনীয় হতো। তাহলে আত্মহননের প্রবণতাও কমে আসতো।
সমাজবিজ্ঞানী অধ্যাপক নেহাল করিম বলেছেন, শুধু বড় বড় ডিগ্রী থাকলেই একজন মানুষ ভালো চরিত্রের বা মার্জিত স্বভাবের লোক হবে এমনটা নয়। আগামী সুন্দর ভবিষ্যতের জন্য মানবিক সমাজ গঠনের চর্চাটা আমাদের বাড়ানো উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়