শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ এখন আর আ.লীগ-বিএনপিকে চায় না: হিরো আলম

মো. ইউসুফ আলী বাচ্চু: বাংলাদেশের জনগণ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। শুক্রবার ( ০৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের উদ্দ্যেগে স্বতন্ত্র এমপি প্রার্থীদের অসাংবিধানিকভাবে মনোনয়ন পত্র বাতিল, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সমান অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

আলম বলেন, বাংলাদেশের জনগণ আগামীতে স্বতন্ত্র প্রার্থী নেতাদের ক্ষমতায় দেখতে চায় আওয়ামী লীগ বা বিএনপিকে নয়। বাংলাদেশের জনগণ নতুন কাউকে ক্ষমতা দেখতে চায়। ওরা একতরফা নির্বাচন করার জন্য ষড়যন্ত্রের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের মনোয়ন ফরম বাতিল করছে। আমরা সুষ্ঠু সমাজ গড়তে চাই। নতুন করে সোনার বাংলা গড়তে চাই। সবাই এদের প্রতিবাদ করতে চাই। জনগণ চাইলে কাউকে হিরো আবার কাউকে জিরো করতে পারে।

তিনি বলেন, অনেকেই বলে মিডিয়া নাকি পাগল হয়ে গেছে, আমি বলবো যারা এসব বলেন তারাই বড় পাগল। আমি বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম ১% ভোটারদের স্বাক্ষরসহ ৷ সেই অনুয়ায়ী আমি ১% ভোটার স্বাক্ষর দিয়েছিলাম তার পরেই নাকি আমার হয়নি। যারা আমাকে স্বাক্ষর দিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রহিম বলেন, সারাদেশে অনেক স্বতন্ত্র প্রার্থী তাদের বেশীর ভাগই আবেদন বাতিল হয়েছে। দেশ বাসীর কাছে জানতে চাই স্বতন্ত্র প্রার্থী বনাম যারা রাজনৈতিক দলীয় প্রার্থী এই দুটোর মধ্যে ব্যবধানটা কি?

উক্ত নাগরিক সভায় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রহিম, হিরো আলম, ফরওয়ার্ড পার্টির আহবায়ক আ.ব.ম মোস্তফা আমীন এডভোকেট ফারুক রেজাসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়