শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ঘোষণা হচ্ছে না বিএনপির প্রার্থী তালিকা

ডেস্ক রিপোর্ট : কথা ছিল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় বিএনপির চূড়ান্ত প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু দলটির চেয়ারারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) আর প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না। আগামীকাল (শুক্রবার) প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ রাত ৮টার পর আংশিক তালিকা ঘোষণা করা হবে।

তবে রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজকে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না। আগামীকাল শুক্রবার যেকোনও সময় ঘোষণা করা হতে পারে।’

এদিকে, বিএনপির অন্য এক সূত্র জানায়, বিএনপির মিত্র জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে এখনও আসন সমঝোতা হয়নি। আগামীকাল (শুক্রবার) সকালে জাতীয় ঐকফ্রন্টের বৈঠক আছে। সেই বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতা হবে। তারপর বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের এক সূত্র জানায়, শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, ‘আগামীকাল শুক্রবার বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের শরিকদের আসন সমঝোতা হতে পারে। তবে এ নিয়ে আমাদের মধ্য কোনও সমস্যা নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়