শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের অভুক্ত রেখে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না : মুজাহিদুল ইসলাম সেলিম

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, শ্রমিকদের অভুক্ত রাখা মানে তাদের ভোট দানে বিরত রাখা। শ্রমিকদের অভুক্ত রেখে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না। বৃহস্পতিবার সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সিপিবির সভাপতি বলেন, আমাদের এক পা আন্দোলনে আর আরেক পা নির্বাচনে আছে। দুই পা’ই আন্দোলনে দিতে বাধ্য করবেন না। গাজীপুরের কোণাবাড়িতে অবস্থিত নিউ টাউন নীটওয়ার লিঃ কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া মজুরি পরিশোধ এবং বেআইনীভাবে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানান তিনি।

শ্রমিকনেতা রুহুল আমীন বলেন, শ্রমিকরা তিন মাস মজুরি পায় না। তাদের অনেকের সন্তান স্কুলের পাওনা পরিশোধ করতে না পারায় এবার পরীক্ষা দিতে পারে নাই। বাড়ি ভাড়া দিতে না পারায় অনেক শ্রমিককে বাসা ছাড়তে হয়েছে। দোকানের পাওনা পরিশোধ না করতে পারায় কেউ কেউ এলাকা ছাড়া হয়েছে। তিনি শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, দু’একদিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কালিয়াকৈর উপজেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক কে এ মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মাঈন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন ও শ্রমিকনেতা রফিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়