শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডানকে হারিয়ে চমক নবাগত নোফেলের

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা কাপে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ গোলে হারে মোহামেডান। প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। দুই ম্যাচে ১ পয়েন্ট মোহামেডানের।

চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-০ গোলে হেরে স্বাধীনতা কাপ শুরু করে নোফেল ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২৮তম মিনিটে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় নোফেল। গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার বাড়িয়ে দেওয়া বল প্লেসিং শটে ঠিকানায় পৌঁছে দেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া মোহামেডান আক্রমণের ধার বাড়ায়। কিন্তু ৭৪ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ লিংকনের জোরালো শট বারের ওপর দিয়ে যায়। ছয় মিনিট পর গাম্বিয়ার ফরোয়ার্ড ল্যান্ডিং ডারবোয়ের ফ্রি কিক ফিস্ট করে ফেরান গোলরক্ষক। ৮৫ মিনিটে বদলি মিডফিল্ডার পাশবন মোল্লার শট ক্রসবারে লেগে ফিরলে মোহামেডানের হতাশা আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নোফেলের মিডফিল্ডার জমির উদ্দিনের শট ক্রসবারে লাগে। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে নেয় নবাগত দলটি।

কর্নারের শেষ সুযোগটি কাজে লাগাতে প্রতিপক্ষের অর্ধে চলে আসেন গোলরক্ষক সায়েদ ইশতিয়াক। মোহামেডানের কর্নার ফিরিয়ে গোলরক্ষক আপেল মাহমুদ বল বাড়ান মোহাম্মদ রোমানকে; ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারানো চট্টগ্রাম আবাহনী দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা আটে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়