শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে খুশী করতে বিরোধীদলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে : বি. ওয়ার্কার্স পার্টি

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আবু হাসান টিপু বলেছেন, সরকারি দল ও তাদের প্রার্থীদের খুশী করতেই মনোনয়নপত্র যাচাই-বাছাইকালেই রিটার্নিং কর্মকর্তারা ঠুনকো অজুহাতে বিরোধীদলীয় শত শত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্বাচন কমিশন তাদের গতানুগতিক পক্ষপাতদুষ্ট অবস্থান হতে এখনও সরে আসতে পারেননি। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ-৪ আসনে পার্টির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার এক কর্মী সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্টির পলিটব্যুরোর সদস্য বলেন, বেশকিছু আসনে সরকারি দলকে প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই আগাম জিতিয়ে দেয়ার জন্যই এই অশুভ তৎপরতা রাজনৈতিক সচেতন মানুষের কাছে এখন দিনের আলোর মতোই পারিষ্কার। বিস্ময়কর হলেও সত্য একই কারণে বাম জোটেরও কয়েকজনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে, যা সরকারের অনুগত প্রতিষ্ঠানের চরম স্বৈরতান্ত্রিকতারই নামান্তর।
তিনি বলেন, এই অপতৎপরতা একদিন সরকার ও সরকারি দলের কপালে কলঙ্কের দাগ হয়ে জ্বলজ্বল করবে। ইতিহাস তাদের ক্ষমা করবেনা। আওয়ামী লীগ সরকারের বোধোদয় হওয়া খুবই জরুরি, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের তকমা মঞ্চস্থের কোনো অবকাশ নেই।

শ্রমিকনেতা পরিতোষ সাহার সভাপতিত্বে নারায়ণগঞ্জের চৌধুরীবাড়িস্থ চিত্তরঞ্জন স্কুল সংলগ্ন মাঠে এ কর্মী সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা মোক্তার হোসেন, আবুল হোসেন, খোকন রাজ, আনোয়ার হোসেন, আব্দুল মজিদ, শওকত আলী ও হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়