শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০১:১৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৮, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ৪০৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে আরইবি

শাহীন চৌধুরী: বিদ্যুৎ উৎপাদনে সরকার ক্রমশ: নব্য়নযোগ্য জ¦ালানির দিকে ধাবিত হচ্ছে। আর এজন্য সৌর বিদ্যুৎ উৎপাদনকে কেন্দ্র নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নিয়েছে আরইবি। এ কারনে আরইবির অধীন ৫টি সমিতিতে প্রায় ৫০ ধরনের ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে ২০০ জন উদ্যোক্তাকে ব্যবসা সংক্রান্ত সরঞ্জাম দেওয়া হবে। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

আরইবি সূত্রমতে, এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪০৭ কোটি ২০ লাখ টাকা। যার মধ্যে সরকারের নিজস্ব তহবিল হতে ৩৭ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব ১ কোটি ৬৩ লক্ষ এবং এডিবির প্রকল্প সাহায্য (ঋণ ও অনুদান) থেকে ৩৬৭ কোটি ৬২ লাখ টাকা।

সূত্র জানায়, ‘গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি’ নামের এই প্রকল্প বাস্তবায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মাধ্যমে জাপান ফান্ড ফর প্রোভার্টি রিডাকশন (জেএফপিআর) হতে দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাওয়া গেছে। পাশাপাশি সরকারি ও আরইবির বোর্ডও এ প্রকল্পে অর্থায়ন করবে। পাঁচটি পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, ভোলা ও সুনামগঞ্জ।

সৌরবিদ্যুৎ প্যানেল সম্পর্কে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘সেচ মৌসুমে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের হঠাৎ অতিরিক্ত চাপ কমানো এবং ডিজেলচালিত পাম্প বাদ দেওয়ার মাধ্যমে দূষিত পদার্থের নির্গমন কমানোর উদ্দেশ্যে সোলারের ব্যবহার বাড়াতেই এই উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সৌর বিদ্যুতের মূলত দু’টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া সৌর বিদ্যুতের নানা বিষয়ে সচেতনতাও বাড়বে।

তিনি আরও জানান, প্রশিক্ষণের ক্ষেত্রে ৫০০ জন বিদ্যুৎশক্তি-ভিত্তিক ব্যবসার বিষয়ে, ৫০০ জনকে বিদ্যুৎশক্তির দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যবহারের বিষয়ে ১ হাজার ১০০ জনকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এমন কারিগরী বিষয়ে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থার ১০০ জন কর্মকর্তাকে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস) সিস্টেমের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ বিষয়ে আরইবির একজন কর্মকর্তা জানান, একই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০ হাজার কিলোমিটার জিআইএস ম্যাপিং করা হবে। অন্যদিকে, আগ্রহী প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যবসা সংক্রান্ত, বিদ্যুৎ শক্তির দক্ষ, নিরাপদ করতে প্রশিক্ষণ দেয়া হবে। সাশ্রয়ী ব্যবহারের পরামর্শ দিতে ইনকিউবেশন সেন্টার (পরামর্শ কেন্দ্র) স্থাপন করা হবে এবং প্রকল্প এলাকায় এ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে। এ কার্যক্রমে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সূত্র জানায়, এই প্রকল্প ছাড়াও সরকার, আরইবি ও এডিবির অর্থায়নে ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আর ইবির ঠাকুরগাও পবিস, দিনাজপুর পবিস-১, রংপুর পবিস-২, বগুড়া পবিস-১, নওগাঁ পবিস-২, গোপালগঞ্জ পবিস, ফরিদপুর পবিস, মাদারীপুর পবিস, কুমিল্লা পবিস-২ ও ফেনী পবিস-এর ভৌগলিক এলাকায় ২ হাজারটি বিভিন্ন ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়