শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৪২ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমাজিং কাপে হার দিয়ে বাংলাদেশের শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আরব আমিরাত। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দলের পক্ষে কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেন নি। আরব আমিরাতের পক্ষে আহমেদ রেজা এবং ইমরান হায়দার নেন ৪টি করে উইকেট।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলাররা চাপে রাখে বাংলাদেশকে। দুই ওপেনার জাকির হাসান এবং মিজানুর রহমান সতর্ক ভাবে শুরু করলেও দলীয় ২৮ রানে জাকির ৩ রানে কাদির আহমেদকে উইকেট ছুঁড়ে দেন।

এর খানিক পর নাজমুল হোসেন শান্তও বিদায় নেন ৮ রান করে। আহমেদ রেজাকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে মিজানুর এবং ইয়াসির আলি হাল ধরলেও ব্যক্তিগত ৪৩ রানে ইমরান হায়দারকে উইকেট দিয়ে বসেন মিজানুর। একই ওভারে মোসাদ্দেককেও ০ রানে বিদায় করেন তিনি।

খানিক পর ২০ রান করে ইয়াসির আলিও ফেরেন সাজঘরে। দলীয় ৭৯ রানে মোট ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশকে উদ্ধার করতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। ০ রান করে বিদায় নেন দলপতি। ৭৯ থেকে ৮০ রান পর্যন্ত আরও ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। নীচের সারির ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মাঝেই। নবম উইকেটে শরিফুল এবং শফিউল মিলে ৫৪ রান যোগ করলেও ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

এর আগে দিনের শুরুতে থমে ব্যাট করে ২৬৭ রানে অল আউট হয় আরব আমিরাত। ওপেনার আশফাক আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়