Skip to main content

মার্কিন সামরিক বিমান দুর্ঘটনায় নিখোঁজ ৫

আব্দুর রাজ্জাক: জাপান উপকূলে মার্কিন দুটি সামরিক বিমানের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে বিমান দুটিতে ৭জন মেরিন সেনা থাকলেও এখনো নিখোঁজ রয়েছে ৫জন। ইতোমধ্যেই দুজনকে উদ্ধার করা হয়েছে, তাদের একজনের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে অন্যজন আশঙ্কামুক্ত আছেন বলে জাপান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। ইয়ন মার্কিন সামরিক বিমান এফএ-১৮ এর সাথে জ¦ালানী সরবরাহকারী কেসি-১৩০ এর জ¦ালানী ভরার সময় মাঝআকাশে সংঘর্ষ হয়। এফএ-১৮ তে মোট ৫ জন মেরিন সেনা ছিলেন এবং কেসি-১৩০ তে আরো ২জন সেনা ছিলেন। জাপানের হিরোশিমা থেকে প্রায় ২শ’ মাইল পশ্চিমে বিমান দুটি দুর্ঘটনার শিকার হয়। এতে উদ্ধার অভিযানে অংশ নিতে জাপান জরুরি ভিত্তিতে ৯টি যুদ্ধবিমান ও ৩টি জাহাজ পাঠায় বলে জাপানের প্রতিরক্ষা বাহিনীর সূত্রে জানানো হয়েছে। জাপান মেরিন সেনাদের তাৎক্ষনিক উদ্ধার সহায়তায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে একজন মার্কিন সেনা জানিয়েছেন।