Skip to main content

জীবননগরে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের আশতলাপাড়ার একটি বাড়ীর প্রধান ফটকের সামনে থেকে বৃহস্পতিবার সকালে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী সুত্র জানায়, জীবননগর উপজেলা শহরের আশতলাপাড়ার মসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী নুর মোহাম্মদের বাড়ীর প্রধান ফটকের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান নুর মোহাম্মদের প্রতিবেশীরা। এ ঘটনা পুলিশকে অবহিত করা হলে সেখানে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ফোর্স পৌছান। বাহ্যিক দৃষ্টিতে বোমা সদৃশ্য বস্তুটি রিমোট কন্ট্রোল সিস্টেমর মতো হওয়ায় ফায়ার সার্ভিস সদস্যরা বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করতে সাহস না পাওয়ায় পুলিশ ঘটনাস্থলটি ঘিরে ফেলে এবং পুলিশের বোমা নিস্ক্রিয় টিমকে অবহিত করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, ধারণা করা হচ্ছে বোমা সদৃশ্য বস্তুটি বোমা কিনা বোঝা যাচ্ছেনা । তবে বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌছানোর পর নিশ্চিত হওয়ায় যাবে বোমা সদৃশ্য বস্তুটি বোমা কিনা । যদি বোমা হয় তাহলে বোমাটি কত শক্তিশালী এবং প্রকৃতপক্ষেই বোমা কি-না? তবে ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। কি কারণে ঘটনাস্থলে কারা বোমা রেখেছে তা তদন্তের পরই জানা যাবে।

অন্যান্য সংবাদ