Skip to main content

চীনের চংকিনে ৬.৬ বিলিয়ন ডলারের রেলওয়ে প্রকল্পের অনুমোদন

প্রত্যাশা প্রমিতি: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিন শহরে ৬.৬ বিলিয়ন ডলারে নতুন তিনটি রেলওয়ে প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)। গত বৃহস্পতিবার এ অনুমোদনটি দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এনডিআরসি জানায়, এ প্রকল্পের ৪০ শতাংশ বিনিয়োগ করবে চংকিন পৌরসভা। বাকি ৬০ শতাংশ অর্থ ব্যাংক ঋণ নেওয়া হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।এদিকে দেশটির বর্তমান অর্থনীতিতে এ অর্থ অনুমোদন স্থানীয় সরকারকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করলেও বেইজিং এর পক্ষ থেকে বলা হচ্ছে এ অর্থ অনুমোদন কেবল ঋণ ঝুঁকি বাড়াবে।