শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতের বন্ধু কে? নাম জানালেন শাহরুখ

মুসফিরাহ হাবীব: বলিউডের কিং শাহরুখ খান। কিন্তু মাঝে মধ্যে তিনিও সমস্যায় পড়েন। আর যখনই বিপদে পড়েন তখনই একজনের শরণাপন্ন হন তিনি। মধ্যরাতেও তিনি পেয়ে যান সেই মানুষটিকে। না, তিনি সালমান খান নন, আমির খানও নন, এমনকি গৌরীও নন। তাহলে কে সেই বন্ধু?

বিপদের সময় সময় রাত-বিরেতে কার দ্বারস্থ হন কিং খান? বিষয়টি কারো জানা থাকার কথা না। তবে এবার সে নামটিই জানিয়েছেন খোদ শাহরুখ খান। বলেছেন, তার মধ্যরাতের এই বন্ধু হচ্ছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

মহারাষ্ট্র সরকার আয়োজিত মুম্বাই ২.০ অনুষ্ঠানে হাজির হয়ে একথা জানান শাহরুখ। রাত ৩টা হোক কিংবা ৪টা, বিপদে পড়লে কিংবা মন খারাপ হলে শাহরুখ মুখ্যমন্ত্রীকেই ফোন করেন বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, “আমার যখন সময় ভাল যায়, তখন সি এম সাহেবকে ( দেবেন্দ্র ফড়নবীশ ) ফোন করি না, মেসেজও করি না। কেবল সমস্যায় পড়লেই তাকে স্মরণ করি। আমার মনে হয় ভোর রাত পর্যন্ত আমি যেমন জেগে থাকি, তিনিও সম্ভবত জেগে থাকবেন। সেই ভাবনা থেকেই তাকে রাত ৩টা কিংবা ৪টা নাগাদ মেসেজ করলে জবাব পাই। এমনকি সে সময় ফোন করলেও তিনি কথা বলেন।”

শাহরুখের মতে, যারা কাজে ডুবে থাকেন তাদের সময় জ্ঞান থাকে না। তিনি নিজে যেমন ভোর রাত পর্যন্ত কাজ করেন, তেমনি সি এম সাহেবও তাই করেন। আর এ কারণেই ওই সময় ফোন বা মেসেজ করলে তাকে পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়