শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপিলেও যাদের মনোনয়ন অবৈধ

মহসীন কবির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের আপিলেও অনেকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

অবৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- ঢাকা-১৪ সাইফুদ্দিন আহমেদ, ঢাকা-১ মো. আইয়ুব খান, খাগড়াছড়ি-১ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-১ মো. আবদুল ওয়াহাব, বগুড়া-৪ মো. আশরাফুল হোসেন আলম, সাতক্ষীরা-২ মো. আফসার আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. তৈয়ব আলী, ঠাকুরগাঁও-৩ এসএম খলিলুর রহমান, মাদারীপুর-৩ মোহাম্মদ আবদুল খালেক, দিনাজপুর-২ মোকারম হোসেন, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ মো. পারভেজ হোসেন
পাবনা-৩ মো. হাসাদুল ইসলাম, ফেনী-১ মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ ড. মিজানুল হক, ময়মনসিংহ-৪ আবু সাঈদ মহিউদ্দিন, নেত্রকোনা-১ মোহাম্মদ নজরুল ইসলাম, খুলনা-২ এসএম এরশাদুজ্জামান, নাটোর-১ বীরেন্দ্রনাথ সাহা, বগুড়া-৩ মো. আবদুল মুহিত, রাঙামাটি : অমর কুমার দে, হবিগঞ্জ-২ মো. জাকির হোসেন, সাতক্ষীরা-১ এএম মুজিবর রহমান, মাদারীপুর-৩: আবদুল খালেক, রাঙামাটি: অমর কুমার দে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত রয়েছেন। ৩ থেকে ৫ ডিসেম্বর নির্ধারিত সময়ে ৫৪৩টি আপিল আবেদন করা হয়েছে। কমিশন ৬ থেকে ৮ ডিসেম্বর তাদরে শুনানি করবে। শুনানি শেষে আপিলের রায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়