শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৭ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে শতাধিক মামলা

দেবদুলাল মুন্না: ঢাকায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন প্রমুখ। ঢাকায় ভোটের মাঠে এখনো রয়েছেন বিএনপিপ্রার্থী। তাদের বিরুদ্ধেও রয়েছে অনেক মামলা।

মির্জা আব্বাস ঢাকা-৮ ও ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। দল তাকে মনোনয়নও দেয়। কিন্তু ঢাকা-৯ আসনে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তাই ঢাকা-৮ আসনে তিনি লড়ছেন। তার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। আসাদুজ্জামান রিপন ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী। তার বিরুদ্ধে ১০টি মামলা। সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী।তার মামলার সংখ্যা ২৬৭টি। এসএম জাহাঙ্গীর ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী। তার মামলার সংখ্যা ১৩৮। নবী উল্লাহ নবী ঢাকা-৫ আসনে লড়ছেন।তার মামলার সংখ্যা ১২১টি। হাবিবুর রশিদ হাবিব ঢাকা-৯ আসনে প্রার্থী।তার মামলার সংখ্যা ৮০।

আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা-১২ আসনের প্রার্থী। তার মামলা ৭২। তিনি  এ আসনে সাইফুল আলম নীরবকেও মনোনয়ন দেয়া হয়েছে। আবদুস সালাম প্রার্থী হয়েছেন ঢাকা-১৩ আসনে তার মামলা ১৭। আহসান উল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী। তার বিরুদ্ধে ৩৩টি মামলা রয়েছে। শামসুল হক ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন। তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। আমিনুল হক ঢাকা-১৪ আসনে প্রার্থী। তার মামলা ৬টি। রুহুল আলম চৌধুরী ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়