শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সপ্তম

অনলাইন ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত ২০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের সকো দুর্যোগে বিশ্বের তুলনামূলক ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে জার্মান ওয়াচের তৈরি করা গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সের তালিকায় বাংলাদেশের এ অবস্থান উঠে আসে। তথ্য- এনটিভি

বুধবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধুমাত্র ২০১৭ সালের তালিকায় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির দিক বিবেচনায় পৃথিবীতে নবম অবস্থানে ছিল। এর আগে ২০১৬ সালে ১৩তম অবস্থানে ছিল।

প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় শুধু নেপাল, বাংলাদেশ ও ভারতেই চার কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। এই তিনটি দেশে এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

এর মধ্যে বন্যা, ভূমিধস, ঝড় এবং সাইক্লোনে ২০১৭ সালে ৪০৭ জন মানুষ মারা যায়। যার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দুই হাজার আটশ মিলিয়ন মার্কিন ডলার।

তালিকায় প্রথম স্থানে আছে পুয়োর্তো রিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, চতুর্থ স্থানে নেপাল এবং ১৪তম অবস্থানে ভারত।

গত কয়েক বছরে হাইতি, ফিলিপাইন ও পাকিস্তানের মতো নতুন কিছু দেশের নামও নানারকম দুর্যোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় উঠে আসছে।

বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭ সালে ও এবছরের ঘন ঘন আঘাত হানা ঘূর্ণিঝড় ও জলবায়ুর পরিবর্তনের মধ্যে বিজ্ঞানভিত্তিক যোগসূত্র খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়