শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিশ্চয়তায় পড়ে গেছে ক্ষমতাসীনরা —ড. কামাল হোসেন

বণিক বার্তা : জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় সরকার ক্ষমতায় টিকে থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন। একই সঙ্গে সরকার ‘যেনতেন নির্বাচন’ যাতে করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বিকালে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন অফিসের কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা বলেন জোটের এ শীর্ষ নেতা।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এটা অনুভব করছি, সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাদের প্রথম তো ধারণা ছিল, ২০১৪ সালের মতো যেনতেনভাবে একটা নির্বাচন করে কাটিয়ে দেয়া। এবারো আমরা অপ্রস্তুত, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না, তারা আরো পাঁচ বছর এভাবে পেয়ে যাবে। যখনই আমরা সিদ্ধান্ত নিলাম, না, আমরা নির্বাচনে সবাই মিলে আসছি। তখন থেকে দেখছি, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’

এ সময় সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু হলে দেশের ওপর জনগণের মালিকানা ফেরত আসবে। বর্তমান গণতন্ত্রহীন অবস্থার ঘাটতি পূরণের জন্যই এ নির্বাচন। তাই ভোট দেয়ার জন্য ভোরবেলা চলে যেতে হবে, জায়গা ধরে রাখতে হবে। ভোট যেন এদিক-ওদিক না হয়, সেজন্য ভোট পাহারা দিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য ভোট পাহারা দিলে সরকারের অপচেষ্টা মোকাবেলা করে মানুষের প্রাপ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায় করা যাবে। এটি হলে ঐতিহাসিক ঘটনা ঘটবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আ স ম আব্দুর রব, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, বরকতউল্লা বুলু, আবদুস সালাম, রেজা কিবরিয়া, হাবিবুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়