শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৬ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িচংয়ে পরিবার পরিকল্পনা কেন্দ্রের বাঁশঝাড় কর্তনের অভিযোগ

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিবার পরিকল্যাণ কেন্দ্রের সরকারী সম্পদ দুটি বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল ইসলাম সম্প্রতি ময়নামতি পরিবার পরিকল্যাণ কেন্দ্রে লোক পাঠিয়ে সরকারি সম্পত্তি থেকে দুটি বাঁশ ঝাড়ের ২০/২৫টি বাঁশ কেটে নেয়।

ঐ পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত বিপাশা রানী দাশ ও তার স্বামী অনিল চন্দ্র দাশ জানান, গত কিছুদিন আগে উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলামের আদেশে দুজন লোক এসে বাঁশঝাড় থেকে অনেকগুলো বাঁশ কেটে নিয়ে যায়। উল্লেখ্য ঐ ইউনিয়নের ফরিজপুর এলাকায় তিনি বসবাস করেন। ফলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনুমতি ব্যতিত সরকারি সম্পদ কেটে নিয়ে যান। একাধিক সুত্র জানায় প্রায়ই তিনি সরকারি বিভিন্ন সম্পত্তি ভোগ দখল করে থাকেন। এবিষয়ে বিপাশা রানী দাশ ও তার স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট কাউকে জানায় নি বলেও প্রতিবেদককে জানান। ঘটনাস্থলে ঘুরে কেটে নেয়া বাঁশের গোড়া গুলো দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর।
এবিষয়ে জানতে চাইলে ফোনে নূরুল ইসলাম বলেন, আসলে এমন কিছু না বিষয়টা। বেড়া দেয়ার জন্য কয়েকটি বাঁশ কাটতে বলা হয়েছিলো । বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, এ বিষয়ে জানা নেই তবে আগামীকাল (আজ) সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়