শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৭ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ

ভোরের কাগজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা গুছিয়ে এনেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা করেছিল দলটি। এ বিষয়ে গতকাল দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আনুষ্ঠানিকভাবে বলছি যে, আমাদের এখন পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি। আমরা এখন পর্যন্ত মনোনয়নের তালিকা চূড়ান্ত করতে পারিনি। আশা করছি যে, আজকের (বুধবার) মধ্যে করে ফেলতে পারব। যদি করে ফেলতে পারি তাহলে সন্ধ্যার পরে আমরা আপনাদের জানাব। কিন্তু গতকাল রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহস্পতিবারই এ তালিকা সাংবাদিকদের সামনে প্রকাশ করা হবে।

এক দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বহু মামলা রয়েছে। সে বিষয়টি বিবেচনা করে নির্বাচনে প্রায় প্রতি আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয় দলটি। ৩০০ আসনের এই নির্বাচনে সাড়ে ছয়শর বেশি প্রার্থী ধানের শীষের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন, যাদের মধ্যে বিএনপির পাশাপাশি তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর নেতারাও রয়েছেন। গত রবিবার বাছাইয়ে ১৪১ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এখন তাদের বৈধ প্রার্থী রয়েছে ৫৫৫ জন।

এরা ছাড়াও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের জন্য কিছু আসন ছাড়তে হবে বিএনপিকে। এর বাইরে গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক-শ্রমিক জনতা লীগ ও জাতীয় ঐক্যপ্রক্রিয়াকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে তারা ভোটে যাওয়ায় ওই সব দল ও প্ল্যাটফর্মের সংগঠকদেরও কিছু আসন দিতে হবে তাদের।

নির্বাচনের পরিবেশ দিন দিন ‘আরো খারাপের’ দিকে নেয়া হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আর বলার অপেক্ষা রাখে না, নির্বাচন একটা প্রহসনে পরিণত হতে চলেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরে থাকুক এখন চেষ্টা করা হচ্ছে এটাকে আরো কী করে খারাপ করা যায়। খানা-খন্দ আরো খোঁড়ার চেষ্টা করা হচ্ছে। প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচন বিধিতে মনোনয়নপত্র দাখিল থেকে প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ প্রতিদিনই নির্বিঘ্নে তা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আমি স্পষ্ট করে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে মৌলিক নীতিগত অবলিগেশন থাকে, দেশবাসীর কাছে বলুন, আমরা নিরপেক্ষভাবে, মুক্তভাবে, স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছি না। তাহলে আপনাদের দায়িত্ব যেটা পদত্যাগ করা উচিত।

তিনি আরো বলেন, অন্যথায় সংবিধান আপনাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে আপনারা নির্বাচনটাকে নিরপেক্ষ করার সব ব্যবস্থা করুন। আমরা কমিশনকে বার বার বলেছি যে, আপনাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু সরকারের মন্ত্রী ও সরকারি দলের নেতারা যা বলবেন সেভাবে আপনারা কাজ করবেন, তাহলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, আমরা নির্বাচনে এসেছি আমাদের আন্দোলনের অংশ হিসেবে। একদিকে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রেখেছে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। আমরা জোর দিয়ে বলছি, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হোক, আটক নেতাকর্মীদের মুক্ত করা হোক।

প্রতিদিন নতুন নতুন মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এত হীনম্মন্যতা কেন? এত ভয় কেন? তার একটাই কারণ যদি সুষ্ঠু নির্বাচন, জনগণ যদি ভোটকেন্দ্রে যায় তাহলে তারা কোনোমতেই এই নির্বাচনে সফল হতে পারবে না, তাদের ভরাডুবি হবে।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই দেশ আপনাদের। আপনারা দেশের মালিক। আপনাদের নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এটা নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব। আমরা সেই আহ্বানই জানাচ্ছি যে, নির্বাচনের দিন বেরিয়ে আসুন, ভোটকেন্দ্রে যান, ভোট নিশ্চিত করুন, ভোট সুরক্ষা করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়