শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৬ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় ৭০ বছরের অতৃপ্তি মিটবে কী ভারতের

মানবজমিন : বল টেম্পারিং নিষেধাজ্ঞায় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটরা দলে নেই। আর এতে অস্ট্রেলিয়ার মাটিতে ৭০ বছরে প্রথমবার ভারতের টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখছেন ক্রিকেটবোদ্ধারা। অ্যাডিলেড ওভালে আজ থেকে শুরু চার ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত ও পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ফেভারিট না ভেবে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি বলেন, ‘হোম কন্ডিশনে স্বাগতিকরাই বেশি স্বাচ্ছন্দ্যে থাকে। এবারো অস্ট্রেলিয়াই ফেভারিট। আমরা তাদের একটুও হালকাভাবে নিচ্ছি না।

এটা ঠিক, স্মিথ ও ওয়ার্নার নেই। তাই বলে এমনটা ভাবার কারণ নেই যে, ওদের সহজেই হারানো যাবে। আর টেস্ট সিরিজ জয়ে সবার আগে দরকার দারুণ বোলিং আক্রমণ। যেটি ওদের রয়েছে।’ অজিদের সামনে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। সবশেষ পাঁচ টেস্টের একটিতেও জিততে পারেনি অস্ট্রেলিয়া (১ ড্র, ৪ হার)। অস্ট্রেলিয়ার মাটিতে ১১ টেস্ট সিরিজের ৮টিতে হার ও ৩টিতে ড্র করে ভারত। অস্ট্রেলিয়া সফরে সবশেষ ২০০৩-০৪ সালে চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্রয়ের স্মৃতি রয়েছে ভারতের। এবার স্পটলাইট থাকবে দারুণ ফর্মে থাকা বিরাট কোহলির দিকে। টেস্টে এ বছর ১ হাজারের বেশি রান করেছেন ভারতের অধিনায়ক। আর অস্ট্রেলিয়ার মাটিতে রান করতে পারেন না, কোহলি এই অপবাদ ঘোঁচান আগের সফরেই। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের ৮ ইনিংসে ৬৯২ রান করেন কোহলি। সেঞ্চুরি রয়েছে ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৬৯ রান। চার ম্যাচের টেস্ট সিরিজটিতে প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ ড্র করে ভারত। গতবছর দুই দলের সবশেষ সিরিজে নিজ মাঠে অস্ট্রেলিয়াকে চার ম্যাচের লড়াইয়ে ২-১ ব্যবধানে হারায় ভারত। ওই সিরিজে কোহলিকে আড়াল করেন স্টিভেন স্মিথ। ৪৯৯ রান করেন অজি অধিনায়ক। আর ৩ ম্যাচে মাত্র ৪৬ রান করেন কোহলি।
কাঁধের ইনজুরি নিয়ে শেষ টেস্ট মিস করেন তিনি। এখান থেকেই কোহলি প্রেরণা নেবেন বলে উত্তরসূরিদের সতর্ক করেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের লক্ষ্যে কোহলি কিছুটা চাপে থাকবে। দুই দলের সবশেষ সিরিজে সে ছন্দে ছিল না। তাকে আড়াল করে আধিপত্য করে স্মিথ। সেই হতাশা ভুলে অস্ট্রেলিয়ায় জ্বলে উঠতে পারে কোহলি।’ সিরিজে পেসারদের লড়াই হবে জমজমাট। দুই দলের একাদশেই তিনজন জেনুইন পেসার রাখা হয়েছে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের বিপরীতে ভারতের অস্ত্র জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছেন, ভারতের ইতিহাসে এটাই সেরা পেস আক্রমণ। প্রথম টেস্টের ১২ সদস্যের দলে সুযোগ পাননি ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়ার একাদশে চারজন বিশেষজ্ঞ বোলার রাখা হয়েছে। বাদ পড়েন অলরাউন্ডার মিচেল মার্শ। অভিষিক্ত হন ওপেনার মার্কাস হ্যারিস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অজি অফস্পিনার নাথান লায়নকে সমীহ করেন কোহলি। টেস্টে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে সর্বোচ্চ পাঁচবার কোহলিকে আউট করার কৃতিত্ব রয়েছে লায়নের। কোহলি বলেন, ‘এরকম কন্ডিশনে নাথান অন্যতম ভালো বোলার। সে উইকেটের পেস বোঝে। ডেলিভারিতে যে বাউন্স পাবে তা তার জন্য সহায়ক হবে। অন্য যেকোনো স্পিনারের চেয়ে দ্রুত গতিতে বল করতে পারে সে। নাথান ও তাদের বোলিং অ্যাটাকের বিপক্ষে আপনাকে সেরাটা দিতে হবে।’ টেস্টে এ পর্যন্ত ৯৪ সাক্ষাতে ৪১ ম্যাচে অস্ট্রেলিয়া ও ২৬ ম্যাচে জয় পায় ভারত। ড্র হয় ২৬ ম্যাচ। পরিত্যক্ত ১ ম্যাচ। আর অস্ট্রেলিয়ার মাটিতে ৪৪ টেস্টের মধ্যে ২৮টিতেই হার দেখে ভারত। পাঁচ জয়ের সবশেষটি আসে ২০০৮ সালের জানুয়ারিতে পার্থে ৭২ রানের ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়