শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার আরব আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশের ইমার্জিং কাপ শুরু

স্পোর্টস ডেস্ক : আট দেশের অংশগ্রহনে ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। একই টুর্নামেন্টের দুই গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে দুই দেশে। গ্রুপ ‘এ’ খেলবে শ্রীলঙ্কার মাটিতে এবং গ্রুপ ‘বি’ পাকিস্তানে। যেখানে আছে বাংলাদেশও। টাইগারদের ইমার্জিং কাপের মিশন শুরু হচ্ছে এদিন। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ দল মোকাবেলা করবে সংযুক্ত আরব আমিরাতের। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় করাচিতে শুরু হবে ম্যাচটি। কোনো টেলিভিশনে ম্যাচগুলো দেখা যাবে না।

আরব আমিরাত ছাড়াও ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ও স্বাগতিক পাকিস্তান। আরব আমিরাতকে মোকাবেলার পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে নামবে হংকংয়ের বিপক্ষে। আর ৯ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে করাচিতে। একইদিন অন্য মাঠে স্বাগতিক পাকিস্তান খেলবে হংকংয়ের বিরুদ্ধে।

ম্যাচে নামার আগে নিরাপত্তা নিয়ে কথা হলেও বাংলাদেশ দলের অধিনায়ক সোহান ভাবছেন শুধু জয় নিয়ে। কেননা ইমার্জিং কাপের শিরোপায় দৃষ্টি রেখেই দেশ ছেড়েছিল জুনিয়র টাইগাররা। দলের যে ভারসাম্য, তাতে করে ভরসা রাখা যেতেই পারে। কেননা কাজী অনিক, আফিফ, নাঈম, শান্ত, খালেদ ও মিজানুরকে নিয়ে সাজানো দলের ভার দেওয়া হয়েছে সোহান ও মোসাদ্দেকের কাঁধে।

পাকিস্তানে খেলতে যাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। সোহান, মোসাদ্দেক ছাড়াও নাঈম হাসান তো ইতিহাস গড়েছেন। আছেন ওপেনার শান্ত ও পেসার খালেদ আহমেদও। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো মিজানুর ও জাকির। তাছাড়া এনসিএল ও বিসিএলে আগুন ঝরানো বোলিং করা শরিফুল ও মোহর শেখকেও স্কোয়াডে রাখা হয়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান, ভারত, ওমান এবং শ্রীলঙ্কা। তাদের খেলাগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোতে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমফিাইনাল। আর আগামী ১৫ ডিসেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ইমার্জিং কাপের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়