শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতলো বাংলাদেশের দুই ছবি

আবু সুফিয়ান রতন : কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ পুরস্কার পেল বাংলাদেশের দুই ছবি। এরমধ্যে উৎসবের ‘সেরা ফিচার ফিকশন ফিল্ম’ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিটিকে এবং ‘সেরা শর্ট ফিকশন’ ছবির পুরস্কার জিতেছে জুয়েইরিযাহ মউ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয় দ্য ফিয়ার অব সাইলেন্স’।

চতুর্থ কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ২৮ নভেম্বর। ৪ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। সেরা ফিচার ফিকশন ও সেরা শর্ট ফিকশন ছবির পুরস্কার জয়ী বাংলাদেশের দুই নির্মাতার কেউ উৎসবে উপস্থিত থাকতে পারেননি।

তবে কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের ছবি সেরা হওয়ার পর সোশাল মিডিয়ায় তারা জানিয়েছেন প্রতিক্রিয়া। এরমধ্যে ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ নির্মাতা জুয়েইরিযাহ মউ লিখেছেন, ‘সকালে ঘুম ভেঙে উঠে এইবার কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সশরীরে না যেতে পারার আক্ষেপ আরেকটু বেড়ে গেল আলাদা এক আনন্দের সাথে সাথে। দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারের পরে এবার কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেল ভয় দ্য ফিয়ার অব সাইলেন্স ভালো লাগা, ভালোবাসা, টিম ভয় দ্য ফিয়ার অব সাইলেন্স এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের জনে জনে প্রতিজনে!’

জাতীয়, আন্তর্জাতিক এবং কাশ্মীরি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। জাতীয় বিভাগে নূপুর সান্ধুর ‘বিউটিফুল মি’ ছবিটি সেরা এক্সপেরিমেন্টাল ছবির পুরস্কার জিতে নিয়েছে। বিশ্বনাথ রাথ এর ‘দ্য স্টোরি এগেইনস্ট টাইম’ জিতেছে শর্ট ডকুমেন্টারি বিভাগে। আরিফ মুসতাক মির এর ‘কুল গভ গরম’ জিতেছে সেরা শর্ট ফিকশন ছবির পুরস্কার। জুরি অ্যাওয়ার্ড পেয়েছে সাবারিভসন শানমুগান এর ‘টক টু মি প্রেশাস’ এবং ভি সি অভিলাস এর ‘আলোরুক্কাম’। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে বেস্ট ফিচার ফিকশন ফিল্ম বিভাগে ড্যানিশ ইকবালের ‘সাধো’ এবং বেস্ট ফিচার লেন্থ ডকুমেন্টারিতে প্রতিভা শর্মার ‘আমো আখা একসে’ ছবি দুটিকে।

আন্তর্জাতিক শাখায় ‘হালদা’ এবং ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ ছাড়াও শর্ট ফিকশনে জুরি স্পেশাল স্পেশাল পুরস্কার জিতেছে তাজিকিস্তানের শারোফাত আরাবোভার ‘দ্য ইলিউশন সেলার।’

কাশ্মীর বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘দ্য স্টিচ’। ছবিটি নির্মাণ করেছেন আসিয়া জহুর।

২৮ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বলিউড অভিনেত্রী টাবু, নির্মাতা মধুর ভান্ডরকারসহ খ্যাতনামা নির্মাতা ও অভিনেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়