শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিশ্চয়তার মধ্যে সরকার : ড. কামাল

শিমুল মাহমুদ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, যখনই আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা নির্বাচনে সবাই মিলে আসছি। তখন থেকে দেখছি তাদের (সরকার) মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

বুধবার বিকালে পুরানা পল্টনের জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট যৌথভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

ড. কামাল হোসেন বলেন, আমরা এটা অনুভব করছি, সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাদের প্রথম ধারণা ছিল যে, ২০১৪ সালের মতো যেনতেনভাবে একটা নির্বাচন করে কাটিয়ে দিল। এবারও আমরা অপ্রস্তুত, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না; তারা আরো পাঁচবছর এভাবে পেয়ে যাবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে আছে। তারা স্বাধীনভাবে ভোটটা যেন দিতে পারে এটা সকলের আকাঙক্ষা। এই নির্বাচন সুষ্ঠু হলে জনগণের তাদের মালিকানা ফিরে পাবে। তাই নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে। পাহারা দিলে আশা করি, সরকারের যত রকমের অপচেষ্টা হয়, সেটাকে মোকাবিলা করে মানুষের প্রাপ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন তা আদায় করা যাবে।

বাংলাদেশ জনগণের নিয়ন্ত্রণে নেই জানিয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, অনেক দিন ধরে অপেক্ষায় আছি। এবার সুযোগ এসেছে, এবার মুক্ত হতে পারব। সারা দেশের মানুষ জাগ্রত। জাগ্রত জনতা দাঁড়িয়ে নিজের ভোটাধিকারের মধ্য দিয়ে মালিকানা আবার পুনরুদ্ধার করবে- এটা আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়