শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডেয়ারডেভিলস’ নয়, দিল্লি এবার ‘ক্যাপিটালস’

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর শুরু হবে এখনো চারমাস পর। তবে এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে শুরু হয়ে গেছে ডামাডোল। বিভিন্ন দেশের ক্রিকেটাররা গুছিয়ে নিচ্ছেন তাদের টুর্নামেন্ট সূচি। আর দলগুলোও গুছিয়ে নিতে শুরু করেছে নিজেদের ঘর। ১৮ ডিসেম্বর ক্রিকেটারদের নিলামের পর পুরোটাই সাজিয়ে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তার আগে আইপিএলের দল দিল্লিতে এলো বড় ধরনের পরিবর্তন।

আগামী বছরের মে মাসে বসতে যাচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস তাদের পুরনো নাম পাল্টে এলো নতুন নামে। নতুন স্পন্সরের হাত ধরে ‘ডেয়ারডেভিলস’ এখন হয়ে যাচ্ছে ‘ক্যাপিটালস’। অর্থাৎ ক্লাবটির নতুন নাম ‘দিল্লি ক্যাপিটালস’।

গত মঙ্গলবার রাতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের নতুন নাম ঘোষণা করেন দিল্লির কর্মকর্তারা। ভারতের রাজধানী দিল্লি। আর সে কথা মাথায় রেখেই দিল্লির এই নতুন নাম। তথ্যটি জানান ক্লাব ফ্র্যাঞ্চাইজির নতুন স্পন্সর জেএসডব্লিউ স্পোর্টসের পরিচালক পার্থ জিন্দাল।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা নিজেদের দিল্লির সঙ্গে যুক্ত করতে পেরে গর্বিত। এখানে আমরা রাজধানীর প্রতিনিধিত্ব করতে পারছি এটাই অনেক বড় পাওয়া। আমাদের দল ও দলের সমর্থকরাই আমাদের গর্ব। নতুন নাম, নতুন লোগো ও নতুন দলের সঙ্গেই আসছি আমরা।’

আইপিএলের শুরুর আসর থেকে খেললেও গেলো ১১ বছরে ফাইনালে খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি দিল্লি। প্রথম দুই আসরে শেষ চারে ও ২০১২ আসরে তিন নম্বর থেকে বিদায় নিলেও বাকি আসরগুলোতে প্রথম পর্ব থেকেই তাদের হয়েছে বিদায়।

দিল্লিকে নতুন করে ঢেলে সাজানোর মিশনে অধিনায়কের পাশাপাশি বেশ কিছু পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। দলটির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিংকে। তার সহকারী হিসেবে থাকবেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়