শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা মহানগরীতে জাতীয় ঐক্যফ্রন্টের স্বারক লিপি প্রদান

শরীফা খাতুন শিউলী, খুলনা : জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগরীর ৬ দফা দাবিতে স্বারক লিপি প্রদান করেছে। বুধবার দুপুরে জাতীয় ঐক্য ফ্রন্ট, খুলনা মহানগরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত স্মারকলিপি খুলনা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের কাছে প্রদান করা হয়।

স্বারকলিপিতে উল্লেখীত দাবি সমূহ হলো- ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন খুলনায় অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি, গায়েবী মিথ্যা মামলায় কারাগারে আটক নেতাকর্মীদের জামিনে মুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নতুন করে শোন এরেস্ট প্রেরনের নিন্দা, প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা, বিচারাঙ্গন আইনজীবী সমিতিতে একজন সরকারী দলের প্রার্থীর রঙিন পোষ্টার অপসারণ, ডুমুরিয়ায় মিথ্যা বাস পোড়ানো মামলায় গ্রেফতার বন্ধ, নির্বাচনী কাজে নিয়োজিত নির্বাহি ম্যাজিষ্ট্রেটদের সচল ভূমিকা ও পূর্বের দেওয়া সকল দাবি বাস্তাবায়ন।

স্বারকলিপিতে বলা হয়, ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য করার ৭ দফা দাবিকে সামনে রেখে দেশের খ্যাতিমান আইনজীবী ও সংবিধান প্রনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও জনগনের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনী তফসিল ঘোষনার পর আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবী জানিয়ে আসছি কিন্তু এখনও তা তৈরি হয়নি। অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকলের সমান সুযোগ প্রয়োজন, প্রয়োজন নিরপেক্ষ প্রশাসন ও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের ঢেলে সাজানো নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভিতীমুক্ত পরিবেশ রচনা করা । বিগত সীমাহীন ভোট ডাকাতির নির্বাচনের ক্ষত এখনও শুকায়নি। জনগনের আস্থা অর্জনের জন্য প্রয়োজন সৎ সাহসী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ঐক্যফ্রন্টের নেতা এ্যাডভোকেট. আ ফ ম মহসীন হোসেন, লোকমান হাকিম, অধ্যাপক আঃ খালেক, কওছার আলী সানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়