Skip to main content

অরিত্রীর অপমৃত্যুর দায় আমাদের সকলের উপর বর্তায় : মোস্তফা ফিরোজ

মঈন মোশাররফ : বাংলাভিশন টিভির বার্তা প্রধান মোস্তফা ফিরোজ বলেছেন, অরিত্রির অপমৃত্যুর দায়টা শুধু শিক্ষকের নয়। এই দায়টা আমাদের সকলের উপর বর্তায়।একটা ঘটনা একদিনে ঘটেনা। প্রত্যেক ইস্কুলে গর্ভানিংবডি থাকে এবং অভিভাবক প্রতিনিধি থাকে কিন্তু তাদের যদি সঠিক মনিটরিং থাকে এরকম অপ্রীতিকর অবস্থা দেখতে হয়না। মঙ্গলবার একাত্তর টিভির টক’শোতে তিনি এসব বলেন। তিনি আরো বলেন, প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিক প্রতিনিধি থাকে তাদের ভুমিকাও প্রশ্নবিদ্ধ। ভিকারুননিসা নিয়ে প্রশ্ন উঠেছে উক্ত প্রতিষ্ঠানে কারণে অকারণে টিসির ভয় দেখানো হয় কিন্তু এই অভিযোগ গুলো কি কখনো গর্ভানিংবডিকে জানানো হয়েছে ? জানানো হলেই বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে ? যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তবে এরকম পরিস্থিতি কিন্তু আমাদের দেখতে হয় না। আমরা কেন কোন বড় ধরনের অপ্রীতিকর অবস্থা দেখার আগে সজাগ হই না? অভিভাবক প্রসঙ্গে মোস্তফা ফিরোজ বলেন অনেক টাকা ডোনেশন দিয়ে সন্তানদের ইস্কুলে ভর্তি করান। কিন্তু এখানেই আপনার দায় শেষ হয়ে যায়না। শিক্ষক ও সন্তান উভয়ের সাথে যোগযোগরক্ষা করলে সার্বিক বিষয় সবসময় অবগত থাকা যায়। এখন অভিভাবকরা বলছে ভিকারুননিসায় পড়াশোনা হয়না তবে আজকে কেন প্রতিবাদ করছেন ? আগে কেন প্রতিবাদ করেননি? অরিত্রির অপমৃত্যু না হলেকি আমরা এই প্রতিবাদী কন্ঠ শুনতে পেতাম? তিনি আরো বলেন, কিছু কিছু সময় শিক্ষকের মানবিকতা নিয়ে প্রশ্ন আসে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান কমার্শিয়াল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে ।শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের চেয়েও তারা কোচিংসেন্টার এর বেশি গুরুত্ব দেয়। এতে প্রশ্নবিদ্ধ করে আমাদের সার্বিক শিক্ষা ও সমাজ ব্যবস্থাকে।