Skip to main content

ক্রিকেটই আমার রুটি রুজি, চিটিং করার কিছু নেই: রুবেল

নিজস্ব প্রতিবেদক; মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে উইন্ডিজ সিরিজকে ঘিরে টাইগারদের প্রস্তুতি। তবে এর মধ্যেই শেষ হয়ে গেছে টেস্ট সিরিজ। আগামী রোববার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন রুবেল। এ সংস্করণে দলের গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। সেখানে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ অস্বীকার করেন রুবেল, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কিসের জন্য। এই ক্রিকেটই আমার রুটি রুজি। এটার ওপরেই আমি চলি। আমার পরিবার চলে। তাই না, এটার সাথে তো আমার চিটিং করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, কিন্তু আমি কখনই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’ এখন পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল। সেখানে উইকেট পেয়েছেন মাত্র ৩৩টি। গড় ৮০.৩৩। সেখানে ৯৩টি ওয়ানডে খেলে ৩২.৫১ গড়ে উইকেট পেয়েছেন ১১৮টি। আর ২৭টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট। সবচেয়ে বড় কথা সাদা বলের তুলনায় লাল বলে তার গতি অনেকটাই কমে আসে। যেখানে লাল বলেই গতি বেশি থাকার কথা। মূলত এসব কারণেই ধারণা করা হয় টেস্টের প্রতি ততোটা মনযোগী নন রুবেল।