শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:২৮ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো দল সরে গেলেও নির্বাচন সরে যাবে না: কাদের

আহমেদ জাফর: বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা নির্বাচন থেকে সরে গেলেও নির্বাচন সরে যাবে না। কেউ নির্বাচনে না আসলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বুধবার (৫ ডিসেম্বর)  আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণই আমাদের আস্থা, জনগণই আমাদের ক্ষমতা, জনগণ ক্ষমতায় রাখতে পারে, জনগণই ক্ষমতাচ্যুত করতে পারে। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, তারা ক্ষমতায় বসাতে পারবে না। আমরা আগে থেকেই বলেছি বিদেশিদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষণের জন্য একটি সুষ্ঠু পরিবেশও রেখেছে।

তিনি বলেন, লন্ডন থেকে নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা করা হচ্ছে। দেশের জনগণ উৎসবমুখর সুন্দর পরিবেশে নির্বাচন চায়। জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে জনগণকে নিয়েই জবাব দেওয়া হবে।

বিএনপি সবসময় বড় বড় কথা বলে জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো উন্নয়নের কাজ নেই। তারা শুধু বড় বড় কথা বলতে পারে দেশের জন্য, জনগণের জন্য, কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে না।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলে ৯ তারিখের পরে সঙ্গে সঙ্গে চিরস্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোটসহ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, দু'একদিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে । ঘোষণা করার পরপরই বিদ্রোহীরা প্রত‍্যাহার না করলে দল থেকে সঙ্গে সঙ্গে চিরস্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আহমেদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়