শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে অংশগ্রহণের কথা এখন পুনর্বিবেচনার সময় এসেছে : হাফিজ

শিমুল মাহমুদ: নির্বাচনের অংশগ্রহণের কথা এখন পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, বাংলাদেশ ধীরেধীরে একটি প্রহশনের নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। বিএনপির উপরে অনেক চাপ ছিল, আমরা যেনো এই নির্বাচনে অংশগ্রহণ না করি। তবুও জনগণের কাছে প্রতিহত করার জন্য এবং এই স্বৈরাচারী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা প্রমাণের জন্যই আমরা নির্বাচনে গিয়েছি আন্দোলনের অংশ হিসেবে।

তিনি বলেন, আগামী কিছু দিনের মধ্যে আমরা অনেক নেতাকর্মী হারাবো। অনেকের হাত পা বিচ্ছিন্ন হয়ে যাবে, অনেকে জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবেন। ভয়াবহ একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে চলেছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট যে সকল দাবি দাওয়া দিয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, তার একটিও মানা হয়নি। তারপরও আমরা কেনো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। তা সকল নেতাকর্মীর কাছে চিন্তার বিষয়। মিডিয়ার কাছে আসা রাখবো আপনার কোন ধরনের বৈষম্যহীনভাবে কাজ করবেন।

মেজর হাফিজ বলেন, আমি ভোলা -৩ এলাকার একজন প্রার্থী, এ এলাকা থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বাংলাদেশের সবচেয়ে সহিংসতা আখড়া হলো ভোলা -৩ আসন। তিনশত আসনের মধ্যে সবচেয়ে বেশী খুন, হত্যা, জখম, নির্বাচনী সহিংসতা এখানে হয়। কিন্তু যারা এসকল ঘটনা ঘটায় তারা এতোই কৌশলী যে এসব ঘটনা পত্রপত্রিকা আসে না।

তিনি বলেন, যারা এএসব ঘটনার সাথে যুক্ত যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কোন মামলা নাই, সরকার থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বরং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

বিএনপির সাবেক এ নেতা বলেন, ৯ তারিখের পর উন্মুক্ত হবে বিভিন্ন নির্বাচনী এলাকা কিন্তু আমার সকল নেতাকর্মী তাদের এলাকায় যেতে পারছে না। মিথ্যা মামলার হয়রানির কারণে। আমরা সিইসিকে বিষয়টি জানানোর পরও কোন প্রতিকার পাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়