শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃতদেহ থেকে শুক্রাণু নিয়ে বিশ্বের প্রথম কন্যা শিশুর জন্ম

মালিহা নেছা : ব্রাজিলের একজন নারী অন্য এক মৃতদেহ থেকে শুক্রাণু গ্রহণ করে বিশ্বে প্রথম সফলভাবে কন্যা শিশু জন্ম দিয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। ইয়ন

দ্য ল্যান্সেট মেডিক্যাল জার্নালে এই ঘটনাটি প্রকাশ করে জানায়, যে নারী শুক্রাণুটি গ্রহণ করেছে তার শিরাগুলির সাথে দাতার জরায়ুর থেকে শরীরে শিরার সংযোগ স্থাপন করা হয় এবং ধমনী, লিগামেন্টস এবং যোনি ক্যানালগুলিকেও সংযুক্ত করা হয়েছে।

মৃতদেহ থেকে গর্ভধারণ প্রতিস্থাপনের প্রক্রিয়াটি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে, চেক প্রজাতন্ত্র এবং তুরস্ক দশবারের মত চেষ্টা করা হয়েছিলো কিন্তু প্রতিবারই জীবিত শিশু জন্ম দিতে ব্যর্থ হয়েছিলো।

ব্রাজিলের জন্মগ্রহণকারী মেয়ে শিশুটিকে ৩৫ সপ্তাহ এবং তিনদিনে মধ্যে সিজার করা হয় এবং শিশুটি ২৫৫০ গ্রাম ওজনের হয়েছিলো।

ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের চিকিৎসক ড্যানি এজেনবারেগ জানায়, ২০১৬ সালে তার এক গবেষণায় প্রকাশ করেন ৩২ বছর বয়সী এমন নারী যার সন্তান হবে না তার ওপর ডিম্বাণু প্রতিস্থাপন প্রক্রিয়াটি প্রয়োগ করেছিলো। তিনি বলেন এই পদ্ধতি প্রয়োগ করে শিশু জন্ম দেয়া সম্ভব।

কিন্তু বর্তমানে গর্ভ প্রতিস্থাপন নিয়মটি হলো, যে কোন পরিবার নিজ ইচ্ছায় অন্য কাউকে সন্তান জন্মদেয়ার জন্য ডিম্বাণু বা শুকাণু দিতে পারবে। সন্তান হয়না এমন নারীর জন্য এ শর্ত প্রযোজ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়