শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটফোর্ডের মাঠে ম্যানচেস্টার সিটির জয়

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ৪০তম মিনিটে ডান দিক থেকে রিয়াদ মাহরেজের ক্রসে বল গোলমুখে পেয়েও কাজে লাগাতে পারেননি দাভিদ সিলভা। এর কয়েক সেকেন্ড পরেই আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের একই ধরণের আরেকটি ক্রস ছোট ডি-বক্সে পেয়ে বল বুক দিয়ে লক্ষ্যে পাঠান লেরয় সানে।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বল দখলে এগিয়ে থাকা অতিথিরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের কাটব্যাক ফাঁকায় পেয়ে ১৫ গজ দূর থেকে নিচু শটে জাল খুঁজে নেন মাহরেজ।
সিটির একচেটিয়া আধিপত্যের মাঝে শেষ দিকে অনেকটা আচমকাই ম্যাচে উত্তেজনা ফেরে। ৮৫তম মিনিটে গোলমুখে দ্বিতীয় প্রচেষ্টায় আলতো টোকায় বল জালে পাঠিয়ে ওয়াটফোর্ডকে সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে।

তবে বাকিটা সময় এক গোলের ব্যবধান ধরে রেখে লিগে টানা সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

১৫ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪১।

৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩১।

আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট সমান ৩০ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে উনাই এমেরির দল।

আর এভারটনের সমান ২২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়