শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৫:১০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ফরম্যাট ক্রিকেটকে বিদায় জানালেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক: বাঁহাতি এই ওপেনার তিন ফরম্যাটের ক্রিকেট থেকেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশের রঞ্জি ম্যাচেই শেষবার বাইশ গজে নামবেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে গম্ভীর লিখেছেন, "সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। এই ভারাক্রান্ত হৃদয় নিয়েই আমি একটি ঘোষণা দিচ্ছি, যেটাকে আমি সারা জীবন ভয় পেয়েছি। ১৫ বছরের বেশি সময় দেশের হয়ে খেলার পর, আমি অসাধারণ এই খেলাটি থেকে অবসর নিচ্ছি।"

২০১৬ সালে সবশেষ ভারতের হয়ে মাঠে নেমেছিলেন গম্ভীর। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া এই ক্রিকেটার ১৪৭ ওয়ানডেতে ৩৯.৬৮ গড়ে করেছেন ৫ হাজার ২৩৮ রান।

ভারতের হয়ে ৩৭ টি টি-টুয়েন্টি ম্যাচেও মাঠে নেমেছেন তিনি। তাছাড়া, ৫৮টি টেস্ট ম্যাচে ৪১.৯৫ গড়ে ব্যাট হাতে করেছেন ৪ হাজার ১৫৪ রান। নয়’টি টেস্ট সেঞ্চুরি ও ২২টি অর্ধ শতরান রয়েছে তাঁর।

২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন গম্ভীর। বিশ্বকাপে ৯ ম্যাচে ব্যাট হাতে ৩৯৩ রান করেছিলেন তিনি ওয়ান ডাউনে নেমে। যা ছিল টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ।

লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে তিনি ১২২ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর এই ইনিংসে ভর করেই ২৭৪ রানের বড় সংগ্রহ ৬ উকেট হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়