শিরোনাম

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ সরকারও তার কথাটা রক্ষা করতে পারে নাই’

রাশেদুল ইসলাম : সরকার বলেছিল যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। নির্বাচনকালীন গঠন হবে ছোট সরকার। আলামতে কোন ছোট সরকারও দেখা গেল না। চারজন মন্ত্রী পদত্যাগ করলেন, পদত্যাগপত্র নেওয়া হল, গ্রহণ করা হল না। পরিস্থিতি এরকমই রয়ে গেছে এবং সরকারও তার কথাটা রক্ষা করতে পারে নাই। কারন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নাই। কিন্তু তবুও আমরা সেটি দেখতে পেলাম না।

মঙ্গলবার চ্যানেল ২৪ এ অনুষ্ঠিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, আমরা এইবার যে নির্বাচনের ময়দানে এসেছি, তার আগে নির্বাচন মোটেই ভালো ছিল না এবং নির্বাচন পরিবেশ ভালো হওয়ার জন্য যে দাবিগুলো ছিলো, সেটাও বাস্তবায়ন হয় নাই। এই প্রেক্ষাপটে, যে নির্বাচনে আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি, আমাদের আকাঙ্খা ছিল নির্বাচন কমিশন অন্তত পক্ষে দৃঢ় ভূমিকা পালন করবে। তিনি কিন্তু এখনো পর্যনÍ নির্বাচন কমিশন সে জায়গাটা আনতে পারেনি বলে এটা আমাদের অভিযোগ, এটা পরিষ্কার তিনি ভাষায় বলেন।

তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে বামপন্থীদের সাথে বা সিডিপির সাথে আমাদের পার্থক্য আছে, তা দেশবাসী জানে। কারণ, লেভেল প্লেয়িং ফিল্ড এরকম মাধ্যমে চলে এসেছে যে আওয়ামী লীগ, বিএনপি বা তাদের জোট মাঠে থাকলে পারলেই যেন লেভেল প্লেয়িং ফিল্ড হয়ে গেল । কিন্তু আমরা বারবার বলে এসেছি, যদি টাকার খেলাটা বন্ধ না করা হয়. পেশিশক্তিকে দূরে সরিয়ে না দেওয়া যায়, যদি সাম্প্রদায়িক প্রচার- প্রচারণাকে বন্ধ না করা যায়, প্রশাসনিক কারসাজি হবে না , এ নিশ্চয়তা যদি না দেওয়া যায় কখনোই লেভেল প্লেয়িং ফিল্ড হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়