শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে মির্জা আব্বাস

আমাদের সময় : ঢাকার প্রভাবশালী বিএনপি নেতা মির্জা আব্বাস এবার জাতীয় সংসদ নির্বাচন করতে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তার বিরুদ্ধে রয়েছে ৪২টি মামলা, সবগুলোই রাজনৈতিক বলে দাবি করেছেন তিনি। এর ১৮টি মামলাই মতিঝিল থানায়।

এ ছাড়া ১০টি পল্টন, ছয়টি রমনা এবং মিরপুর ও রামপুরা থানায় দুটি করে মামলা রয়েছে। আর তেজগাঁও, শাহজাহানপুর, খিলগাঁও ও হাতিরঝিল থানায় রয়েছে একটি করে মামলা। এর আগেও তার নামে ২৪টি ফৌজদারি মামলা হয়েছিল। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া তার হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।

পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা এ রাজনীতিক তার বার্ষিক আয় দেখিয়েছেন, ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। আর উৎসবিহীন আয় রয়েছে প্রায় ২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৫৮০ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে তার দায় রয়েছে প্রায় ৫৮ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ১৬৪ টাকা। বাড়ি ও দোকান ভাড়া বাবদ তার বার্ষিক আয় ২ কোটি ৫ লাখ ৭১ হাজার ৮৬৪ টাকা। শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত হিসেবে আয় ১ লাখ ৭৮ হাজার ৩৫৫ টাকা। আর তার নির্ভরশীলদের বার্ষিক আয় ১০ লাখ ২৪ হাজার ৬৯০ টাকা দেখিয়েছেন তিনি।

সম্পদের মধ্যে তার নগদ অর্থ রয়েছে ৩ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৩৪০ টাকা, আর স্ত্রী আফরোজা আব্বাসের রয়েছে ২ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ১৫৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৪৪ লাখ ৬৩২ হাজার এবং স্ত্রীর ৬ লাখ ৫১ হাজার ২০২ টাকা। বন্ড, ঋণপত্র, শেয়ারবাজারে আব্বাসের নামে অর্থ রয়েছে ২৯ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৪৮৫, আর স্ত্রীর নামে ১০ কোটি ৩ লাখ ৯২ হাজার ৫৫০ কোটি টাকা। তবে আফরোজার পোস্টাল ও সেভিংস অ্যাকাউন্টে আরও ২ কোটি ১১ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা রয়েছে।

বিভিন্ন পরিবহন খাত থেকে মির্জা আব্বাসের আয় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা। তার এবং স্ত্রীর স্বর্ণ ও অন্যান্য অলঙ্কার রয়েছে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের। এ ছাড়া আসবাব ও ইলেক্ট্রনিক্স রয়েছে ২৫ লাখ ও ২২ লাখ টাকার। তবে তিনি কোনো উৎস ছাড়াও সম্পদ দেখিয়েছেন প্রায় ২ কোটি ৯ লাখ ও স্ত্রীর সম্পদ দেখিয়েছেন ১ কোটি ১৫ লাখ টাকা। তবে জমি রয়েছে ১৮ লাখ টাকার এবং বাড়ির মূল্য ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া ২০১৮-১৯ অর্থবছরে তার দায় রয়েছে প্রায় ৫৮ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ১৬৪ টাকা। এর মধ্যে বিও অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা, কে এম শহীদুল্লার কাছে ৪ কোটি ২৫ লাখ টাকা, বাড়ি ভাড়া ৫ কোটি ৬ লাখ টাকা, সিকিউরিটি ডিপোজিট ৭৫ লাখ টাকা ও স্ত্রী আফরোজা আব্বাসের কাছে দায় ৭৪ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়