Skip to main content

এই বয়সে আর ফর্ম নিয়ে ভাবেন না গেইল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্রিকেটবিশ্বের সবগুলো টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ান এই ক্রিকেটার। তবে এতো সব টুর্নামেন্টে অংশ নিয়ে বিরতিহীন ক্রিকেট খেলা এই বয়সে তার জন্যে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই তো অক্টোবরে আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার পর দক্ষিণ আফ্রিকায় উড়াল দেন এমজানসি ক্রিকেট লিগে খেলতে। সেখানে একম্যাচ খেলে আবার আরব আমিরাতে এলেন টি-টেন লিগ মাতাতে। ওই লিগ শেষে আবারও ফ্লাইট ধরেছেন এমজানসি লিগে অংশ নিতে। টানা ভ্রমণ ও ক্লান্তির কারণে মাঠে নেমে পারফর্ম করা তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার ওপর আবার বয়স তো ক্রমেই বাড়ছে। তাই ভবিষ্যতে বিষয়গুলোকে আরও সহজ করতে চান গেইল। ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ভবিষ্যতে আমি বিষয় গুলোকে আরও সহজ রাখার চেষ্টা করব। সত্যি বলতে এই বয়সে এটা সহজ কাজ নয় আসলে। আপনি ফ্লাইটে উঠবেন আবার ক্রিকেট মাঠে নেমে পড়বেন আবার আরেক জায়গায় খেলতে চলে যাবেন। এক ভাবে না আরেক ভাবে বিষয়গুলো আমি মানিয়ে চলি। আমার ফিটনেস টিমের সবাই বিষয়গুলোর ব্যাপারে সচেতন। তারা সর্বাত্মক চেষ্টা করে সবসময় আমাকে পূর্ণভাবে প্রস্তুত করতে, যেন মাঠে আমি আমার সেরাটা দিতে পারি।’ বিগত কয়েক বছর ধরে এভাবেই হয়ে আসছে। এদিকে এতো বছর ক্রিকেট খেলার পর এখন আর ফর্ম নিয়ে ভাবেন না গেইল। সবখানে মানিয়ে নেয়াটাই আসল তার কাছে। গেইল আরও জানান, ‘যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে এটাই আসল কথা। আর ফর্ম ধরে রাখার বিষয়টি তো আছেই। যদিও এটা বড় কোন বিষয় না। এই পর্যায়ে এসে ফর্ম আমার কাছে বড় কোন বিষয় না সত্যি বলতে।’