Skip to main content

টঙ্গী ইজতেমা ময়দানে সন্ত্রাসী হামলা চিতলমারীতে প্রতিবাদ সমাবেশ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের চিতলারীতে টঙ্গী ইজতেমা ময়দানে সাদ’পন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চিতলমারী ওলামা মাশায়েখ ও তাবলিগী সাথীবৃন্দ প্রতিবাদ সমাবেশ এবং দোয়া মাহফিল করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা গো-হাট মসজিদে এ প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মুফতি আমিরুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, ক্বারী জাহাতাব হোসেন, মাওলানা মাহফুজুল হক, মুফতি সাখাওয়াত উল্লাহ, মুফতি আলী আকবর, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা কবির হোসেন ও মুফতি নাজমুল হক। বক্তারা এ সময় সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি এবং নায্য বিচারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। সেই সাথে তারা সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন। প্রতিবাদ সভা শেষে সারা বিশ্বের শান্তি কামনা ও টঙ্গী ইজতেমা ময়দানে সন্ত্রাসী হামলায় নিহত এবং আহতের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।