শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ইসি পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে : সাইফুল হক

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনে সরকারি ছক বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে। রোববার সকালে পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তারা যেভাবে ঠুনকো অজুহাতে বিরোধীদলীয় শত শত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন তাতে তাদের পক্ষপাতমূলক ভূমিকা আরো একবার প্রমাণিত হলো। বেশকিছু আসনে সরকারি দলকে আগাম জিতিয়ে দেয়ার জন্যই যে, এসব অশুভ তৎপরতা জনগণের মধ্যে তা নিয়ে কোন সন্দেহ নেই। বাম জোটের কয়েকজনের প্রার্থীতা বাতিলের ঘোষণায়ও মনে হচ্ছে- সরকারি দল ও তাদের প্রার্থীদের খুশী করতেই এইসব তৎপরতা চালানো হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুরোপুরি বিতর্কিত হয়ে পড়লে ও গণআস্থা হারালে সে নির্বাচনও বিতর্কিত হয়ে পড়বে। তিনি স্বাধীন-সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করারও দাবি জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৮ ডিসেম্বর বেলা ১১ টায় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১১ জন ও বিভিন্ন পার্টিরসহ মোট ২৮ জন নির্বাচনী প্রতীক ‘কোদাল’ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, শাহাদাৎ হোসেন খোকন, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন ও ফিরোজ আহমেদ প্রমুখ।

সম্পাদনা- শাহীন চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়